আজকে কত তারিখ? আরবি, বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৩
বর্তমানে মানুষ কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে, আজকে কত তারিখ সেটাই আর মনে থাকেনা। হোক সেটা বাংলা, ইংরেজি অথবা হিজরি। এরকম অবস্থায় হয়ত গুরুত্বপূর্ণ কোন ইভেন্ট (বিশেষ কারো জন্মদিন, কোন মিটিং, বা কোন অনুষ্ঠান) এর কথা বেমালুম ভুলে যায়।
তাই অনেকে জিজ্ঞেস করেন যে, কত তারিখ আজ? এখন আপনাদেরকে আজকের বাংলা, ইংরেজি এবং আরবি তারিখ জানানোই আমাদের কাজ।
আজকে কত তারিখ?
আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আজকে কত তারিখ? কেননা অফিস-আদালত, স্কুল-কলেজ, কিংবা ব্যবসায়িক কাজ সব কাজেই দরকার পড়ে আজকের তারিখ। তাই সকলের দরকার ক্যালেন্ডার সম্বন্ধে ধারনা রাখা।
এখানে আপনি খুব সহজেই আজকের তারিখ (Today’s Date) জানতে পারবেন। আমরা এখানে Google Automated Date Reminder এর মাধ্যমে প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করে থাকি। আজকের বাংলা, হিজরি ও ইংরেজি তারিখ জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আজকের বাংলা তারিখ? বাংলা বর্ষপঞ্জি ১৪৩০
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখের দরকার হয়। বিশেষ করে বিভিন্ন ধরণের সামাজিক, সাংস্কৃতিক, ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলা মাসের কত তারিখ আজ? তা জানা খুব জরুরি হয়ে পড়ে।
কিন্তু বর্তমান সময়ে আমরা ইংরেজি ক্যালেন্ডারের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, বাংলা সাল কত অথবা বাংলা তারিখ কত সেটাই জানিনা।
এখানে আমরা Google Automated Date Reminder এর মাধ্যমে প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করি তাই আপনি এখান থেকে নির্ভুলভাবে আজকের বাংলা তারিখ জানতে পারবেন।
নিচের বক্স দেখে নিন হতে বাংলা মাসের কত তারিখ আজ।
আজকের হিজরী তারিখ-আজকে আরবি কত তারিখ?
বর্তমানে আমরা বাঙ্গালিরা হিজরি তারিখ সম্বন্ধে এতটাই উদাসিন হয়ে পড়েছি যে, আরবি মাসের তারিখ জানা তো দুরের কথা হিজরি কত সাল? এটাও জানি না। শুধু রমজান মাস আসলে তখন আমরা হিজরি ক্যালেন্ডার দেখি।
আপনি যদি জানতে চান, আজকে আরবি কত তারিখ? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি Google Automated Date Reminder এর মাধ্যমে নির্ভুলভাবে আজকের হিজরী তারিখ জানতে পারবেন।
আপনাদের সুবিধার্থে নিচে প্রতিদিনের আপডেট তারিখ এখানে উল্লেখ করা হয়। এখানে দেখে নিন আরবি কত তারিখ আজ।
ইংরেজি ক্যালেন্ডার ২০২৩- আজকে ইংরেজি কত তারিখ
আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজ এখন ইংরেজি ক্যালেন্ডারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই প্রতিটি মুহূর্তে আমাদের ইংরেজি তারিখের প্রয়োজন হয়। তাই আজকের ইংরেজি তারিখ জানা অতিব জরুরি।
কিন্তু কাজের চাপ ও মানসিক চাপে অনেকেই ইংরেজি তারিখ মনে রাখতে পারেন না, তাই প্রায়শই জিজ্ঞেস করেন যে, আজকে ইংরেজি কত তারিখ? আপনাদের এই প্রশ্নের জন্য আমরা এখানে Google Automated Date Reminder সেটআপ করেছি। যা আপনাকে প্রতিদিনের ইংরেজি তারিখ আপডেট করে জানাবে।
Google Automated Date Reminder প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করে। তাই আপনি নির্ভুলভাবে আজকের ইংরেজি তারিখ জানতে পারবেন।
আজকে চন্দ্র মাসের কত তারিখ?
আরবি বা চন্দ্র মাসের আজকের তারিখ ০৯ সফর ১৪৪৫। অর্থাৎ আজকের সফর মাসের ৯ তারিখ।
আরবি মাস কে অনেকেই চন্দ্রমাস বলে থাকে কারণ এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল। চন্দ্রবছর বা হিজরী বর্ষপঞ্জির ১২ মাসের হিসেবে আবর্তিত হয়।
কিছু প্রশ্নের উত্তরঃ
প্রশ্নঃ কত তারিখ আজ?
উত্তরঃ
প্রশ্নঃ চন্দ্রমাস কাকে বলে?
একটি অমাবস্যা থেকে পূর্ণিমা ও পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলােকিত অংশের বাড়া-কমাকে চন্দ্রকলা বলে। এক পূর্ণিমা থেকে প্রায় আর এক পূর্ণিমা পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় সাড়ে উনত্রিশ দিন। একে চান্দ্রমাস বলে।
উত্তরঃ