২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা [সরকারি বেসরকারি]
বর্তমান সময়ে আমরা সবাই কোন না কোন ভাবে প্রাইমারী বিদ্যালয়ের সাথে যুক্ত। হয়ত কেউ প্রাইমারী স্কুলে শিক্ষকতা করি অথবা কারো ছেলে-মেয়ে প্রাইমারী স্কুলে পড়ালেখা করে। তাই আমাদের সকলের উচিৎ ২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা (primary school chutir talika) সম্পর্কে ধারনা রাখা।
আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ খুজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। এখানে আমরা প্রাইমারি স্কুল ছুটির তালিকা সহ একটানা কয়েকদিন ছুটির তালিকা, ঈদের ছুটি, রমজানের ছুটি, পুজোর ছুটি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। চলুন তাহলে শুরু করা যাক।
২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
বিগত বছরের মত এ বছরে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। গত ২১ ডিসেম্বর ২০২২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত একটি ছুটির তালিকা প্রকাশ করেছেন।
প্রকাশিত ছুটির তালিকা অনুসারে সাধারণ ছুটি ও নির্বাহী ছুটি মিলে এবারে প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৪ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক বন্ধের দিন ও অন্যান্য ঐচ্ছিক ছুটি মিলে এ বছরে প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ১৫৬ দিন।
এখানে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (primary sutir talika 2023) তুলে ধরলাম। নিচে তালিকা থেকে দেখে নিন ২০২৩ সালের ঈদ কত তারিখ, রমজান কবে এবং পুজোর ছুটি কবে?
পর্বের নাম | তারিখ | বার | দিনের সংখ্যা |
---|---|---|---|
শ্রী শ্রী স্বরস্বতী পূজা | ২৬ জানুয়ারি | বৃহস্পতিবার | ০১ |
* মাঘী পূর্ণিমা | ০৫ ফেব্রুয়ারী | রবিবার | ০১ |
* শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | ১৮ ফেব্রুয়ারী | শনিবার | ০০ |
* শবে-ই-মিরাজ | ১৯ ফেব্রুয়ারী | রবিবার | ০১ |
** শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারী | মঙ্গলবার | ০১ |
শুভ দোলযাত্রা | ০৭ মার্চ | মঙ্গলবার | ০১ |
* শবে-ই-বরাত | ০৮ মার্চ | বুধবার | ০১ |
** জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস | ১৭ মার্চ | শুক্রবার | ০০ |
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | ১৯ মার্চ | রবিবার | ০১ |
** স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ | রবিবার | ০১ |
* পবিত্র রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা *ঈদুল ফিতর | ০৭ – ২৬ এপ্রিল | শুক্রবার – বুধবার | ১৪ |
* মে দিবস | ০১ মে | সোমবার | ০১ |
* বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ০৪ মে | বৃহস্পতিবার | ০১ |
গ্রীষ্মকালীন অবকাশ, * পবিত্র ঈদুল আযহা | ২১ জুন –০৬ জুলাই | বুধবার-বৃহস্পতিবার | ১২ |
* হিজরী নববর্ষ | ২০ জুলাই | বৃহস্পতিবার | ০১ |
* পবিত্র আশুরা (মহরম) | ২৯ জুলাই | শনিবার | ০০ |
* আশারী পূর্ণিমা | ০১ আগস্ট | মঙ্গলবার | ০১ |
** জাতীয় শোক দিবস | ১৫ আগস্ট | মঙ্গলবার | ০১ |
শুভ জন্মাষ্টমী | ০৬ সেপ্টেম্বর | বুধবার | ০১ |
* আখেরি চাহার সোম্বা | ১৩ সেপ্টেম্বর | বুধবার | ০১ |
* ঈদে মিলাদুন্নবী (সাঃ), মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) | ২৮ সেপ্টেম্বর | বৃহস্পতিবার | ০১ |
শুভ মহালয়া | ১৪ অক্টোবর | শনিবার | ০০ |
শ্রী শ্রী দূর্গা পূজা (বিজয় দশমী), ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণ্য পূর্ণিমা | ২০ – ২৮ অক্টোবর | শুক্রবার – শনিবার | ০৫ |
শ্রী শ্রী শ্যামা পূজা | ১২ নভেম্বর | রবিবার | ০১ |
** বিজয় দিবস | ১৬ ডিসেম্বর | শনিবার | ০০ |
যিশুখ্রিস্টের জন্মদিন, শীতকালীন অবকাশ | ২১-২৬ ডিসেম্বর | বৃহঃ – মঙ্গলবার | ০৩ |
প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি | ০৩ | ||
মোট | ৫৪ |
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ Pdf Download
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রকাশিত ছুটির তালিকায় এবছর প্রাথমিকে মোট ছুটি থাকবে ১৫৮ দিন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এত দিন ছুটি!!! (সাধারণ ছুটি+শুক্রবার ও শনিবার ) ৫৪দিন + ৫২ শুক্রবার + ৫২ শনিবার মোট ১৫৮ দিন।
আপনাদের সুবিধার জন্য এখানে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে সংশোধিত ছুটির তালিকা ২০২৩ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন।
প্রাথমিকে একটানা ছুটি সমূহ হলো-
অনেকেই একটু ভালভাবে ছুটি কাটানোর জন্য কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার আগে একটানা কয়েকদিনের ছুটির খোঁজ করে থাকেন।
এবছরে প্রাথমিকে একটানা ছুটি সমূহ হলো- পবিত্র রমজান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাথমিকে ১৪ দিন একটানা ছুটি থাকবে। এ সময় ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৩ খ্রি. পর্যন্ত মোট চৌদ্দ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
আবার গ্রীষ্মকালীন অবকাশ, ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটিতে ২১ জুন থেকে ৬ জুলাই ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
primary school holiday list 2023 bangladesh হিসেব করলে সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট কর্মদিবস হবে (৩৬৫ দিন-১৫৮ দিন) ২০৭ দিন।
কিছু প্রশ্নের উত্তরঃ
কালকে কি সরকারি ছুটি আছে?
উত্তরঃ উপরের দেয়া ছুটির তালিকা থেকে তারিখ মিলিয়ে দেখতে পারেন যে কাল কোনো সরকারি ছুটি আছে কিনা। অথবা নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিশ ফলো করুণ।
রমজান মাসের ছুটি কবে থেকে ও কতদিন?
উত্তরঃ ২৩ মার্চ থেকে ৩০ এপ্রিল – ৩৯ দিন
পূজার ছুটি কবে থেকে ও কত দিন?
উত্তরঃ ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২২ – রবিবার থেকে বৃহস্পতিবার – ৫ দিন
গ্রীষ্মকালীন ছুটি কবে থেকে ও কতদিন?
উত্তরঃ ২০ জুলাই থেকে ২ আগস্ট – ১৩ দিন
শীতকালীন ছুটি কবে থেকে ও কত দিন?
উত্তরঃ ২১ ডিসেম্বর ২০২৩ থেকে ২৬ ডিসেম্বর ২০২৩ – বৃহস্পতিবার থেকে মঙ্গলবার -৩ দিন