আজ বাংলা কত তারিখ? Bangla Calendar Today Date

আমরা বাঙ্গালী হওয়া সত্ত্বেও বাংলা বর্ষপঞ্জি বিষয়ে আমরা এতটাই উদাসিন যে, এখন বাংলা সাল কত সেটাই জানি না। তাই অনেকে জানতে চায় আজ বাংলা কত তারিখ? বাংলা ক্যালেন্ডার আজকের তারিখ (Bangla Calendar Today Date), আজকে বাংলা মাসের কত তারিখ? ইত্যাদি নানাবিধ প্রশ্ন।

আপনাদের এসকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এ আয়োজন। আমরা এখানে বাংলা বছরের ক্যালেন্ডার (বাংলা বর্ষপঞ্জি ১৪৩০) নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যার মধ্যে আজকে বাংলা কত তারিখ? এখন বাংলা কি মাস? এবং বাংলা সাল ও তারিখ নিয়ে বিশদ আলোচনা রয়েছে।

তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক।

বাংলা ক্যালেন্ডার আজকের তারিখ (Bangla Calendar Today Date)

আমাদের দৈনন্দিন জীবনে বাংলা তারিখের গুরুত্ব অপরিসীম। হয়ত আপনি চিন্তা করছেন, বাংলা তারিখ কেন এত গুরুত্বপূর্ণ? ইংরেজি ক্যালেন্ডার বা তারিখ দিয়ে তো সব কাজ করা যায়।

জ্বি, আপনি ঠিকই বলেছেন, আমরা এখন ইংরেজি তারিখ দিয়ে সব কাজ করি কিন্তু একবার ভেবে দেখুন তো আমরা পহেলা বৈশাখ কেন এত ধুমধাম করে পালন করি? কারন আমরা বাঙালি, বাংলা বর্ষপঞ্জির সাথে আমাদের আলাদা একটা সংযোগ রয়েছে।

তেমনি কলেজে, স্কুলে, অফিসে কিংবা আদালতে কোন অনুষ্ঠানে যখন ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ উল্লেখ করা হয়, তখন সেই বক্তৃতাটি সবার মন ছুয়ে যায়।

যাহোক আপনিও যদি আজকে বাংলা মাসের কত তারিখ জানতে চান, তাহলে সঠিক জায়গায় আছেন। এখানে আপনি Google Automated Date Reminder এর মাধ্যমে বাংলা সাল ও তারিখ জানতে পারবেন।

দেখে নিন আজ বাংলা কত তারিখ?

নিচের বক্স থেকে দেখে নিন বাংলা মাসের কত তারিখ আজ?

বাংলা বছরের ক্যালেন্ডার (Bangla Calendar Today)

আপনারা জানেন যে, বাংলা ক্যালেন্ডারে বাংলা ১২ মাস পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু অনেকেই জানে না বাংলা কোন মাসের পর কোন মাস হয় এবং এমন ও কিছু বাঙালি আছে যারা জানেই না বাংলা ১২ মাসের নাম কি কি?

তো চলুন দেখে নেওয়া যাক বাংলা ১২ মাসের নাম ও ইংরেজি মাসের সাথে যোগসূত্রঃ

  • বৈশাখ (মধ্য এপ্রিল থেকে মধ্য মে)
  • জ্যৈষ্ঠ (মধ্য মে থেকে জুনের মাঝামাঝি)
  • আষাঢ় (মধ্য জুন থেকে মধ্য জুলাই)
  • শ্রাবণ (মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট)
  • ভাদ্র (মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর)
  • আশ্বিন (মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর)
  • কার্তিক (মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর)
  • অগ্রহায়ণ (মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর)
  • পৌষ (মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি)
  • মাঘ (জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি)
  • ফাল্গুন (মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি)
  • চৈত্র (মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি)

বাংলা কোন মাস কত দিনে?

অনেক বাঙালি আছে যারা এখন বাংলা বর্ষপঞ্জি সম্পর্কে এত উদাসিন যে, বাংলা কোন মাস কত দিনে? সেটাও জানে না। তাই অনেকে জানতে চেয়েছেন, বাংলা বর্ষপঞ্জিতে কোন মাস কত দিনে? এখানে দেখে নিন বাংলা মাসের নাম ও কত দিনে মাস।

  • বৈশাখ থেকে ভাদ্র— এই পাঁচ মাস ৩১ দিন গণনা করা হবে।
  • আশ্বিন থেকে চৈত্র— এই সাত মাস ৩০ দিন গণনা করা হবে।
  • অধিবর্ষে চৈত্র মাস ৩১ দিন গণনা করা হবে।

বাংলায় ছয় ঋতুর নাম

  • গ্রীষ্মকাল
  • বর্ষাকাল
  • শরৎকাল
  • হেমন্তকাল
  • শীতকাল
  • বসন্তকাল

কিছু প্রশ্নের উত্তরঃ

প্রশ্নঃ বাংলা সাল কত?

উত্তরঃ বর্তমানে বাংলা সাল হচ্ছে ১৪৩০ বঙ্গাব্দ।

প্রশ্নঃ এখন বাংলা কি মাস?

উত্তরঃ

প্রশ্নঃ এখন বাংলা কোন মাস?

উত্তরঃ

প্রশ্নঃ বাংলা কোন মাস কত তারিখ?

উত্তরঃ

প্রশ্নঃ আজকে বাংলা মাসের কত তারিখ?

উত্তরঃ

প্রশ্নঃ আজ বাংলা কি মাস কত তারিখ?

উত্তরঃ

প্রশ্নঃ আজ কি বার কত তারিখ?

উত্তরঃ

Q: Today Date Bangla

Ans:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *