আজ আরবি মাসের কত তারিখ? আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩
আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, আজ আরবি মাসের কত তারিখ? এখানে দেখে নিন আরবি মাসের তারিখ ও আজকে চাঁদের কত তারিখ ২০২৩?
আপনি যদি আজ আরবি মাসের কত তারিখ অথবা আজকে চাঁদের কত তারিখ ২০২৩ সঠিকভাবে আপনি জানতে চান তাহলে পোষ্টটি আপনার জন্য। বাংলাদেশে আজ আরবি কত তারিখ জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আজকে চাঁদের কত তারিখ ২০২৩
বিশ্বের সকল ধর্মপ্রাণ মূসলমানদের জন্য হিজরী তারিখ অথবা আরবী মাসের চাঁদের তারিখ জানা আবশ্যক। কারণ, মুসলমানদের ইবাদতের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত এই আরবি তারিখ। আপনি যদি আরবি তারিখ জানার ক্যালেন্ডার নির্ভর হয়ে থাকেন তাহলেও আরবি তারিখের গড়মিল থেকেই যাবে।
আমরা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে, সঠিক আরবি মাসের আজ কত তারিখ। এছাড়াও আরও জানতে পারবেন সারা বছরের আরবি তারিখের ক্যালেন্ডার সম্পর্কে।
আজকে আরবি মাসের কত তারিখ?
আজকের এই ডিজিটাল যুগে, ক্যালেন্ডার খুজে খুজে, বিগত দিনের তারিখ মনে রেখে আজকের আরবি তারিখ জানার মত ধৈর্য বা সময় কার আছে বলেন তো!!! যদিও দুই-একজন এমনটা করেন, কিন্তু সেটা কতটুকু সঠিক???
তাই আমরা ডিজিটাল এই যুগে ইন্টারনেটের বিভিন্ন ফিচারকে কাজে লাগিয়ে নির্ভুলভাবে আজকের আরবি মাসের তারিখ (ajker arbi maser tarikh) জানার ব্যবস্থা করেছি। আমদের ওয়েবসাইট Google Automated Date Reminder দিয়ে প্রতিদিনের হিজরি/আরবি তারিখ আপডেট করে থাকি।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের আরবি মাসের ক্যালেন্ডার থেকে আজকের তারিখ খুজে পেতে সমস্যা হয় তাই আপনাদের সুবিধার স্বার্থে, নিচের বক্সে শুধু আজকের বাংলা, ইংরেজি ও আরবি তারিখ দেখানো হয়েছে। এখানে Google Automated Date Reminder দিয়ে প্রতিদিনের হিজরি/আরবি তারিখ Auto Update হয়ে থাকে।
Box
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩
আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা হয়ত আরবি ক্যালেন্ডার থেকে আজকের তারিখ ও মাস দেখতে চাচ্ছেন। চিন্তার কোন বিষয় নাই। এখানে আপনাদের জন্য আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩ (Arbi maser Calendar) সরবরাহ করা আছে।
নিচের হিজরি ক্যালেন্ডার ১৪৪৫ হতে দেখে নিন আজ আরবি মাসের কত তারিখ?
ক্যালেন্ডার
আপনাদের সুবিধার জন্য আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩(হিজরি ক্যালেন্ডার ১৪৪৫) pdf download link দেওয়া হল। আপনি চাইলে ক্যালেন্ডারটি ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষন করতে পারেন।
আরবি ১২ মাসের নাম বাংলায় (arbi 12 maser nam)
নিচের ছক হতে হিজরী ক্যালেন্ডার ১৪৪৪ অনুযায়ী আরবি ১২ মাসের নাম ও বাংলা উচ্চারন জেনে নিন।
- ٱلْمُحَرَّم- (মহরম)
- صَفَر- (সফর )
- رَبِيع ٱلْأَوَّل- (রবিউল-আউয়াল)
- رَبِيع ٱلْآخِر- (রবিউস-সানি )
- جُمَادَىٰ ٱلْأُولَىٰ- (জমাদিউল-আউয়াল)
- جُمَادَىٰ ٱلْآخِرَة- (জমাদিউস-সানি)
- رَجَب- (রজব)
- شَعْبَان- (শাবান)
- رَمَضَان- (রমজান)
- شَوَّال- (শাওয়াল)
- ذُو ٱلْقَعْدَة- (জিলক্বদ)
- ذُو ٱلْحِجَّة- (জিলহজ্ব)
অনেকে হিজরী ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডার মিলিয়ে নিতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আরবি মাসের ক্যালেন্ডার ১৪৪৫ এর ১ম মাস মহররম ইংরেজি কোন মাসে পড়েছে তা দেখে নিতে হবে।
এখানে বলে রাখা ভালো আরবি মাস ইংরেজি মাসের ১৫ তারিখ হতে শুরু হয়। কারণ আরবি মাসের ক্যালেন্ডার চন্দ্র মাস হিসেবে করে তৈরী করা হয়। হিজরী ক্যালেন্ডার এ কোনো মাস চাঁদ উঠার মাধ্যমে শুরু হয় এবং অন্য মাসের চাঁদ উঠার মাধ্যমে শেষ হয়।
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩ (হিজরি ক্যালেন্ডার ১৪৪৪) Arbi maser Calendar অনুযায়ী বিভিন্ন মাসে বিভিন্ন ধরণের ইবাদত করতে হয়। আপনি কি জানেন ইসলাম ধর্মাবলম্বীরা কোন মাসে কি ইবাদত করেন?
কোন উৎসব বা ইবাদত কোন মাসে পালিত হয়
আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে, ইসলামিক উৎসবগুলো আরবি মাস ও তারিখ অনুযায়ী পালন করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব কোন উৎসব আরবি ক্যালেন্ডারের কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়।
এখানে আপনি জানতে পারবেন কোন ইবাদত আরবি কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পালন করতে হয়।
শবে মি’রাজঃ রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।
শবে বরাতঃ শাবান মাসের ১৫ তারিখ।
রমজানঃ রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।
ঈদ- ফিতরঃ শাওয়াল মাসের ১ তারিখ।
হজ্জঃ জিলহজ মাসের ৯ তারিখ।
ঈদুল আযহাঃ জিলহজ্ব মাসের ১০ তারিখ।
আশুরাঃ ১০ই মহররম।
ঈদ-ই-মিলাদুন্নবীঃ ১২ই রবিউল আউয়াল।
কিছু প্রশ্নের উত্তর?
প্রশ্নঃ arbi maser koto tarikh aj?
উত্তরঃ
প্রশ্নঃ আরবি মাসের আজ কত তারিখ?
উত্তরঃ
প্রশ্নঃ আজ আরবি মাসের কত তারিখ?
উত্তরঃ