আজকে চাঁদের কত তারিখ? চন্দ্র মাসের তারিখ দেখুন এখানে

ইসলাম ধর্মে সকল ইবাদত আরবি মাসের তারিখের সাথে সম্পর্কিত। তাই আমাদের সকলের উচিৎ আরবি মাসের তারিখ অথবা চাঁদের তারিখ জেনে রাখা এবং সেই অনুযায়ী ইবাদত করা। কিন্তু চাঁদের তারিখের কি আর হিসেব রাখা সম্ভব!!! তাই এখান থেকে জেনে নিন আজকে চাঁদের কত তারিখ ২০২৩।

আপনি হয়ত জানেন যে, আরবি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে এবং শেষ হয় পরবর্তী মাসের চাঁদ উঠার মাধ্যমে। আর আরবি মাসের ও চাঁদের তারিখ বা চন্দ্র মাসের তারিখ একই। তাই আমরা অনেকেই আরবি মাসের তারিখের হিসেব রাখার চেষ্টা করি, কিন্তু কতজনই আর হিসেব রাখতে পারি।

তাই অনেকে প্রায়শই জিজ্ঞেস করে থাকেন আজ চাদের কত তারিখ? (aaj chader koto tarikh) অথবা আরবি মাসের আরবি মাসের কত তারিখ আজ? আপনাদের এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে Google Automated Date Reminder সেটআপ করেছি। যা আপনাকে প্রতিদিনের আরবি তারিখ, চাঁদের তারিখ/ হিজরি তারিখ আপডেট করে জানাবে।

চন্দ্র মাসের কত তারিখ আজ

ইসলামে যেহেতু প্রায় সকল ইবাদত চাঁদ দেখার উপর নির্ভরশীল হয় তাই অনেকে জানতে চায়, আজ চাদের কত তারিখ? আপনি ও যদি একই প্রশ্নের উত্তর খুজছেন, তাহলে নিচে Google Automated Date Reminder এর মাধ্যমে দেখে নিন চন্দ্র মাসের কত তারিখ আজ?

আজকের তারিখ জানার জন্য একটি নির্ভরযোগ্য সিস্টেম হল Google Automated Date Reminder। যা প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করে থাকে। আপনি এখন যে তারিখ দেখে যাবেন কালকে এসে আবার কালকের তারিখ দেখতে পাবেন।

তাই আপনি আমাদের এই ওয়েবসাইট থেকে নির্ভুলভাবে আজকের চাঁদের তারিখ জানতে পারেন।

আজকে চাঁদের কত তারিখ ২০২৩

বর্তমান ইন্টারনেটের যুগে আমরা চাদের তারিখ কয়েকভাবে দেখতে পারি যার মধ্যে ক্যালেন্ডার, মোবাইল অ্যাপস অন্যতম। কিন্তু সবসময় অ্যাপস ওপেন করে আজকের তারিখ খুঁজে বের করার চেয়ে আমরা ইন্টারনেটে খুঁজতে বেশি সাচ্ছন্দবোধ করি।

তাই খুব সহজে তাদের আজকের চাঁদের কত তারিখ জানতে গুগলে গিয়ে আজকে চাঁদের কত তারিখ (Aaj Chader koto tarikh) অথবা এমন কিছু একটা লিখে সার্চ করে যার ফলে খুব কম সময়ে জানা যায় আজকে চন্দ্র মাসের কত তারিখ?

যাহোক আপনি যদি আজকে চাঁদের কত তারিখ ২০২৩ অথবা আজকের আরবি মাসের তারিখ জানতে চাচ্ছেন তাহলে নিচের বক্স থেকে দেখে নিন লাইভ চন্দ্র মাসের তারিখ।

এখানে আমরা Google Automated Date Reminder এর মাধ্যমে প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করে থাকি। যার ফলে আপনি খুব সহজেই আজকের চাঁদের তারিখ জানতে পারবেন।

আগামীকাল হিজরী কত তারিখ

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আরবি দিন তারিখ খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইসলাম ধর্মের সকল উৎসব এবং অনুষ্ঠান হিজরী ক্যালেন্ডার মোতাবেক অনুষ্ঠিত হয়। তাই অনেক প্রায়শই জিজ্ঞেস করেন, আগামীকাল হিজরী কত তারিখ?

এখানে আমরা Google Automated Date Reminder এর মাধ্যমে প্রতিদিনের তারিখ প্রতিদিন আপডেট করে থাকি। উপরের বক্স থেকে দেখে নিন আজকের আরবি মাসের তারিখ। সেখান থেকে আগামিকালের হিজরি তারিখ হিসেব করে নিন।

কেননা Google Automated Date Reminder আজকের তারিখ সরবরাহ করে তাই আপনাকে একটু কষ্ট করে নিচের উপায়টি ফলো করে জেনে নিতে হবে আগামীকাল হিজরী কত তারিখ?

এটি খুবই সহজ একটি উপায় আছে, আজকের হিজরি তারিখের সাথে ১ দিন যোগ করে নিন। আজকে যদি আরবি মাসের ১০ তারিখ হয়, তাহলে আগামীকালকে ১১ তারিখ হবে। এভাবে হিসেব করে নিন।

কিছু প্রশ্নের উত্তরঃ

প্রশ্নঃ আজকের আরবি তারিখ জানতে চাই- আরবি কত তারিখ আজ?

উত্তরঃ

প্রশ্নঃ আরবি ক্যালেন্ডার কিভাবে ডাউনলোড করবো?

উত্তরঃ আপনাদের জিজ্ঞাসিত একটি কমন প্রশ্ন হল আরবি ক্যালেন্ডার কিভাবে ডাউনলোড করবো?

আরবি ক্যালেন্ডার ডাউনলোড করতে নিচের বক্সে লিঙ্কে ক্লিক করুন। এখানে আপনি হিজরি ক্যালেন্ডার ১৪৪৫ pdf ডাউনলোড করতে পারবেন।

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *